ছেলেদের পরিপাটি থাকতে ব্যাগে শুধু চিরুনি

ছেলেদের ব্যাগে কি থাকে? মেয়েদের হাতব্যাগে তো থাকে অনেক কিছুই। ছেলেদের জন্য শুধু একটা চিরুনি, ব্যস? দিন বদলেছে, বদলে ফেলুন নিজের ব্যাগের সামগ্রীও। শুধু টিফিন ক্যারিয়ার আর চিকন চিরুনি পকেটে নিয়ে বাইরে বেরোনোর দিন শেষ।

এযুগের ছেলেরা পরিপাটি থাকতে কিছু অনুসঙ্গ থাকা উচিত হাতব্যাগে। জেনে নিন কী কী জিনিস থাকা উচিত ছেলেদের ব্যাগে:

পারফিউম: মুড ভাল রাখতে সাহায্য করবে পারফিউম। ঘামের দুর্গন্ধ ও চ্যাটচ্যাটে ভাব দূর করে তরতাজা করে তুলবে আপনাকে।

গ্রুমিং কিট: একটা চিরুনি তো সবার পকেটেই থাকেই। এবার চিরুনি রাখুন ব্যাগে। সঙ্গে যোগ করুন আয়না আর ট্রিমার। গ্রুমিং কিট-এ এই তিনটে জিনিস থাকা মাস্ট।

হেডফোন/বই: যারা গান শুনতে ভালবাসেন, যাত্রাপথে গান শোনার জন্য রাখুন একটা হেডফোন। আর যদি পড়তে ভালবাসেন তাহলে রাখুন বই।

হ্যান্ড স্যানিটাইজার: এটি অবশ্য নারী পুরুষ সবারই দরকার। জিম বা টয়লেটে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বিশেষ করে জিমে একই মেশিন একাধিক লোক ব্যবহার করেন। তা থেকে সংক্রমণ হওয়ার সম্ভানা থাকে। তাই ওয়ার্কআউট শুরু করার আগে জিম মেশিনে স্যানিটাইজার স্প্রে করুন।

মাউথ ফ্রেশনার স্প্রে: কিছু কিছু খাবারে মুখে দুর্গন্ধ হয়ে থাকে। ভাবুন, পেঁয়াজ খাওয়ার পর যদি আপনার মিটিং থাকে তা হলে? তাই ব্যাগে আপনার সবসময় রাখুন মিন্ট স্প্রে বা মাউথ ফ্রেশনার স্প্রে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *