parbattanews

চাঁদাবাজি-খুন-অপহরণ-ধর্ষণ বন্ধে রামগড়ে বাছাপ’র মানববন্ধন

রামগড় প্রতিনিধি:

পার্বত্য চট্রগ্রামে পাহাড়ি সন্ত্রাসীদের অব্যাহত চাঁদাবাজি, খুন, অপহরণ, ধর্ষণসহ সকল সন্ত্রাসী কর্মকান্ড বন্ধে যৌথ অভিযান পরিচালনা, উপজাতি সন্ত্রাসী কর্তৃক সকল খুনের বিচার, পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহারকৃত নিরাপত্তা বাহিনীর ক্যাম্পগুলো পুনঃস্থাপন, রামগড়ে জোরপূর্বক জবর দখলকৃত বাঙ্গালিদের রেকর্ডীয় জায়গা পুনরুদ্ধার প্রভৃতি দাবিতে রামগড়ে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য বাংগালী ছাত্র পরিষদ (বাছাপ)।

শনিবার (২১ জুলাই) রামগড় কৃষি ব্যাংক সংলগ্ন জালিয়াপাড়া সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিন বেলা ১১টা হতে বেলা ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন বাঙ্গালি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন, কেন্দ্রিয় সভাপতি এডভোকেট ইব্রাহিম মনির, কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক ওমর ফারুক, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো. লোকমান হোসেন প্রমুখ।

সাইফুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তারা মাটিরাঙ্গা থেকে নিখোঁজ তিন বাঙ্গালি ব্যবসায়ীকে অবিলম্বে উদ্ধারেরও জোর দাবি জানান।

Exit mobile version