চকরিয়ায় ট্রলির চাপায় এক শিশু নিহত, চালক আটক

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় বদরখালী-মহেশখালী(কেবি জালাল উদ্দিন) সড়কে ট্রলির চাপায় নুর মোহাম্মদ তাকবির (৪) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক গাড়িটি জব্দ করে চালককে আটক করেছে।

বুধবার (১৪মার্চ) বিকাল সোয়া ৩টার দিকে চকরিয়া পৌরশহরের থানা সেন্টারস্থ বর্ণমালা একাডেমির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বুধবার বিকাল তিনটার দিকে পৌরশহরের কুদারকুমস্থ ক্যামব্রিয়ান স্কুল থেকে বের হয়ে বাড়ির উদ্দেশে রওয়ানা করে শিশু তাকবির ও তার মা। উপজেলার বদরখালী-মহেশখালী(কেবি জালাল উদ্দিন) সড়কের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে থানা সেন্টারস্থ বর্ণমালা একাডেমি স্কুলের সামনে গেলেই প্রতিমধ্যে শিশু তাকবির তার মায়ের হাত থেকে ছুটে যায়। ওই সময় সড়কে চলাচলরত বদরখালী অভিমুখী খালি ট্রলি(কক্সবাজার-শ ১১-০০০৭) রাস্তার জ্যামে আটকে পড়ে। হঠাৎ গাড়িটি সামনে থেকে পেছনে আসলে শিশু তাকবির গাড়ির চাপায় পড়ে যান।

এসময় স্থানীয়রা শিশু তাকবিরকে গাড়ির নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তাকবিরকে মৃত ঘোষণা করেন।

পরে দুর্ঘটনার খবর পেয়ে থানার উপপরিদর্শক পুলিশ (এস আই) গৌতম রায় সরকার ও এস আই গাজী মাঈন উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে গাড়ির চালক আবুল খাইর(৩৫)কে উত্তেজিত জনতার হাত থেকে আটক করে। গাড়ির চালক কুমিল্লা মুরাদনগর উপজেলার কালিয়াতেল এলাকার মৃত আলী আহমদের পুত্র। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নিহত শিশুর লাশ উদ্ধার করে আইনগত ভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলি ট্রাকটি জব্দ করে চালককে আটক করা হয়েছে। এনিয়ে নিহত শিশুর পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন