চকরিয়ায় আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিতে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান


চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানকে ঘিরে সারাদেশে আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে উৎসব বিরাজ করছে। কারন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদের দেশের প্রতিটি জনপদে সফরে যাচ্ছেন। সেতুমন্ত্রীর সফরে দেশের প্রতিটি জনপদে আওয়ামীলীগের সাংগঠনিক দক্ষতা বাড়ছে। দল আগের চেয়ে শক্তিশালী হচ্ছে।

তিনি বলেন, গত ৪ নভেম্বর চকরিয়া পৌর বাসটার্মিনালে অনুষ্ঠিত সেতুমন্ত্রীর আগমন উপলক্ষে চকরিয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভার উপস্থিতি প্রমাণ করেছে চকরিয়া-পেকুয়া উপজেলার মাটি জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি। নৌকার ঘাঁটি। তৃনমুলের এই অর্জনকে সামনে রেখে আমাদেরকে দলের জন্য যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান করতে হবে। যাতে অতীতের পরাজয়ের রের্কট ভেঙে আমরা আগামী নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামীলীগ তথা নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে পারি ইনশাল্লাহ। সোমবার ১৩ নভেম্বর বিকালে চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জাফর আলম এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের নির্বাচিত সদস্য অধ্যাপক সোলতান আহমদ।

বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা ছরওয়ার আলম, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক।

অনুষ্ঠিত বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মনছুর উদ্দিন, সহ-সভাপতি এমতিয়াজ, মোহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা নুরুল হক, কফিল উদ্দিন, মোজাফফর আহমদ, আবদুস ছবুর, রফিক আহমদ, হারুনর রশিদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক যথাক্রমে আলমগীর, ফরিদুল আলম, আবু ছালাম, আবু তৈয়ব, মানিক বড়–য়া, সাইফুল ইসলাম, রোস্তম আলী, মিজানুর রহমান, রমিজ উদ্দিন, নুরুল আমিন, ইবনে আমিন, মোহাম্মদ ইসমাইল, লোকমান হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন