ঘুমধুমে মাদক ব্যবসায়ীদের হামলায় গ্রাম পুলিশ আহত

 

উখিয়া প্রতিনিধি:

ঘুমধুমের ২৬৮নং রেজু হেডম্যান পাড়ায় মাদক ব্যবসায়ীরা গ্রাম পুলিশকে হামলা চালিয়ে অবৈধ বিভিন্ন প্রকার বিপুল পরিমাণ  বিদেশী মাদক ছিনিয়ে নিয়েছে। বাধা দেওয়ার চেষ্টা করলে হামলায়  ৩জন আহত হয়। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহতদেরকে উদ্ধারপূর্বক হাসপাতালে ভর্তি করে।

জানা যায়, উপজেলার ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নের মধ্যবর্তী  এলাকার ২৬৮ নং রেজু মৌজা হেডম্যান পাড়া রাস্তা দিয়ে অবৈধ মাদক পাচারের উদ্দেশ্যে মজুদ করেছিল।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নের দফাদার  ছৈয়দ আলমের নেতৃত্বে পরিষদের গ্রাম পুলিশ হেলাল উদ্দিন, শামশুল আলম, বদিউর রহমানসহ অন্যান্য  সদস্য অভিযান চালিয়ে মাদক আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার আগেই সংঘবদ্ধ সিন্ডিকেট সদস্যরা হামলা চালিয়ে জব্দকৃত মাদকের চালান ছিনিয়ে নিয়ে যায়।

এসময় মাদক ব্যবসায়ীদের হামলায় দফাদার  ছৈয়দ আলম (৩২)সহ ৩জন আহত হয়। পরে থানার পুলিশ এসে আহতদেরকে উদ্ধার করে।

আহত দফাদার  ছৈয়দ আলম অভিযোগ করে বলেন, থানা পুলিশের নির্দেশে মাদক জব্দ করলেও চোরাকারবারী মংতাইনছা, নিমংহা, উক্যামং, ল্যাইজ্জা মংসহ ১৪/১৫জন সিন্ডিকেট সদস্য হামলা চালিয়ে মাদকগুলো ছিনিয়ে নেয়। মাদকের মধ্যে ছিল বিয়ার, ডাইজিং, রামসহ বিভিন্ন প্রকার মিয়ানমারের তৈরি মদ।

এ ব্যাপারে দফাদার  ছৈয়দ আলম বাদী হয়ে ১৫জনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেছে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন