parbattanews

খালেদা জিয়ার মুক্তি দাবিতে খাগড়াছড়ি স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশি বাধা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার (২২ জুলাই) বেলা ১১টায় জেলা শহরের মিল্লাত চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আদালত সড়কের দিকে যেতে চাইলে গণপূর্ত অধিদপ্তরের সামনে পুলিশের বাধার মুখে পড়ে।

পরে হাজারো বিক্ষুব্ধ নেতা-কর্মীর উপস্থিতিতে সেখানে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ পুলিশকে আওয়ামী নেতা-কর্মীর মত আচরণ না করে সংযত হওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আগামীতে পুলিশের বাধার কারণে জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে তার দায় প্রশাসনকে নিতে হবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা। বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাগর।

এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, মোসলেম উদ্দিন, অনিমেষ দেওয়ান নন্দিত, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, আব্দুর রব রাজা, ক্ষণিরঞ্জন ত্রিপুরা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা কুহেলী দেওয়ান, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিমসহ বিভিন্ন ইউনিটের বিএনপি ও সহযোগি সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

Exit mobile version