parbattanews bangladesh

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বান্দরবানে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচি, আটক-১

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরান জেলা বিএনপির দু-পক্ষ পৃথক পৃথক ভাবে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে।

গণস্বাক্ষর কর্মসূচি থেকে সদর উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জামালকে আটক করেছে পুলিশ। এঘটনায় বিএনপি ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি থেকে উপজেলা বিএনপির সভাপতিকে আটক করা হয়েছে। বেগম খালেদা জিয়ার মামলার রায়ে আগে ও পরে বিনা কারণে ২৭ নেতাকর্মীকে আটক করে পুলিশ। ১২জন জামিনে থাকলেও বাকীরা জেল হাজতে রয়েছে।

সকাল থেকে জেলা বিএনপির সভানেত্রী ম্যমাচিং ও সাবেক সভাপতি সাচিং প্রু জেরী আলাদা ভাবে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে।