parbattanews bangladesh

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বান্দরবানে বিএনপির বিক্ষোভ সমাবেশ

 

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে পুলিশের বাধার মুখে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বিকালে শহরের বাজারের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের ফেরার পথে পুলিশের বাঁধার মুখে পড়ে। পরে সেখানে সমাবেশে করে বিএনপি।

বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং, সহ-সভাপতি আব্দুল মাবুদ, সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার প্রমূখ।

বক্তারা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো মিথ্যা আখ্যায়িত করে বলেন, সরকারের ইন্ধনে বেগম জিয়াকে হয়রানি করতে আদালত থেকে একের পর এক গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে।