খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউ’র কার্য-নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি: খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউ-এর নব গঠিত কার্য-নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে পাবর্ত্য জেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেনখাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

সভায় ২০১৭-১৮ অর্থ বছরে ইনস্টিটিউটের রাজস্ব বাজেট সংক্রান্ত, সদ্য সমাপ্ত খাগড়াছড়ি জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার বিশ্লেষণ কর্মসূচি, খন্ডকালীন কর্মচারীদের বেতন সংস্থান, গবেষণামূলক কাজের মান বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সভায় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে অত্র মন্ত্রণালয়ের উপ সচিব শাহানা জামান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০’এর ৭ নম্বর ধারামতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২১ মে ২০১৭ স্মারক: ৪৩.০০.০০০০.১১৬.০৬.০০৩.১৭./২৫৬ মূলে ১০ (দশ) সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন