খাগড়াছড়ির আলুটিলায় দুর্ঘটনার শিকার চবির পর্যটকবাহী বাস, এক পথচারী নিহত, আহত ৩০ পর্যটক


নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি: খাগড়াছড়ির আলুটিলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে এক পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩০ শিক্ষার্থী। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরতর। দুর্ঘনার পর বাসের চালক পালিয়ে গেছে।

শুক্রবার (১০ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে আলুটিলা পর্যটন কেন্দ্রের এপিবিএন ক্যাম্প এলাকায় শিক্ষার্থীদের বহনকারী বাস কিরন বর্ণিতা(খাগড়াছড়ি-জ-০৪-০০০৮) নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারানোর পর প্রথমে মোস্তাফিজুর রহমান নামে এক মাছের পোনা বিক্রেতাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে বাসটি একটি পাহাড়ের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

দুর্ঘটনায় শিকার শিক্ষার্থীরা জানান, বাসে তারা ৪৫ জন শিক্ষার্থী সাজেকে যাচ্ছিছিলেন। যাত্রার পর বাসটি কয়েকবার সমস্যা দেখা দিয়েছিল। এ কারণে তাদের খাগড়াছড়ি পর্যন্ত পৌঁছতে দেরী হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন টিটু জানান, বাসটি ক্রটিপূর্ণ ছিল।

খাগড়াছড়ি সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়নময় ত্রিপুরা জানান, হাসাপাতালে অন্তত ৩০ শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরতর। অন্যদের প্রাথামিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন