parbattanews bangladesh

খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি:

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনাসভা করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে খাগড়াছড়ি পৌর টাউন হল চত্বরে জাতীয় নেতাদের প্রতিকৃতিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড। এর পরপর জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ির জেলা প্রশাসক রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার রইচ উদ্দিন।

এসময় টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, পুলিশ সুপার আলী আহাম্মদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছারসহ মুক্তিযোদ্ধা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।