parbattanews

খাগড়াছড়িতে প্রসীত গ্রুপের গুলিতে জেএসএস কর্মী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের গুলিতে বিরল ত্রিপুরা (২৮) নামে এক জেএসএস কর্মী গুরুতর আহত হয়েছে।

বুধবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের ইটছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তিন গুলিবিদ্ধ বিরল ত্রিপুরা মহালছড়ি উপজেলার উল্টাছড়ি এলাকার বাসিন্দা। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিরল ত্রিপুরা দুপুরে একটি দোকানে বসে বেলজিয়াম-ফ্রান্স ম্যাচ নিয়ে অন্যান্যদের সাথে গল্প করছিল। ঠিক এমন সময় ইউপিডিএফ প্রসীত গ্রুপের ৬-৭ জনের একটি সশস্ত্র দল তাদের উপর অতর্কিতে পর পর ছয় রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন বিরল ত্রিপুরা।

খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন।

খাগড়াছড়ি সদর আবাসিক মেডিকেল অফিসার ডা. নয়নময় ত্রিপুরা জানান, বিরল ত্রিপুরার শরীরে তিনটি গুলি লেগেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন টিটু জানান, আহত বিরল ত্রিপুরা নিজেকে জেএসএস (এমএন) কর্মী দাবি করে এ ঘটনার ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করেছে।

Exit mobile version