parbattanews bangladesh

খাগড়াছড়িতে পুলিশের বাধা উপেক্ষা, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে পুলিশের বাধা উপেক্ষা করে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বেলা ১১টায় জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে।

পরে মিল্লাত সড়কে সমাবেশ করতে চাইলে সেখানেও বাধা দিলে হাজারও বিক্ষুব্ধ নেতাকমী বাধা উপেক্ষা করে সেখানে আয়োজিত সমাবেশে বিএনপির নেতৃবৃন্দ পুলিশকে আওয়ামী লীগের নেতাকর্মীর মত আচারন না করে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামীতে পুলিশের বাধার কারণে জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে তার দায় প্রশাসনকে নিতে হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিল্লাত চত্বরে সমবেত হয়। সমাবেশে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, মংসাথোয়াই চৌধুরী, কংচাইরী মারমা, মোসলেম উদ্দিন, বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার আব্দুর রব রাজা, ক্ষণিরঞ্জন ত্রিপুরা, জেলা মহিলা দলের সম্পাদিকা কুহেলী দেওয়ান,  জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম ও  জেলা ছাত্রদলের সভাপতি  মো. শাহেদুল ইসলাস সুমন, সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. একরাম হোসেন রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাগর ও সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মোহাম্মদ হৃদয়সহ বিভিন্ন ইউনিটের বিএনপি ও সহযোগী সংগঠনের সংখ্যক নেতাকর্মী।