খাগড়াছড়িতে ছাত্রলীগের দুই গ্রুপের পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

যুক্তরাজ্যের বাংলাদেশস্থ দূতাবাসে হামলা ও বঙ্গবন্ধুর ছবি অবমাননার প্রতিবাদে খাগড়াছড়িতে ছাত্রলীগের দুই গ্রুপ পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমার নেতৃত্বে  নেতা-কর্মীরা  শহরের কদমতলী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা ও সাবেক সভাপতি ইকবাল বাহার চৌধুরী॥

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে  জেলা ছাত্রলীগের অপর গ্রুপটি  গ্রুপটি খাগড়াছড়ি শহরের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে শহরের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দীন ফিরোজ, জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার আহ্বায়ক নুরনবী, কৃষক লীগের সভাপতি আবুল কাশেমসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা এতে অংশ নেন।

উভয় সমাবেশ থেকে বক্তারা হামলার জন্য দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দায়ী করে  তাকে দেশে ফিরিয়ে এনে কারাগারে প্রেরণের দাবি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন