parbattanews

খাগড়াছড়িতে কালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও কৃতি শিক্ষক সংবর্ধনা

খাগড়াছড়ি প্রতিনিধি:

কালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলার দু’জন কৃতি শিক্ষককে সংবর্ধিত করেছে কালের কন্ঠের শুভসংঘ।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

শুভসংঘের জেলা সভাপতি এডভোকেট রতন কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে ড. মো. গোফরান ফারুকী, খাগড়াছড়ি বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট আশুতোষ চাকমা, সুজনের জেলা সেক্রেটারি এডভোকেট নাসির উদ্দিন আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মধুমঙ্গল চাকমা, দৈনিক অরণ্যবার্তা’র সম্পাদক চৌধুরী আতাউর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা সাধন কুমার চাকমা, জেলা বিএনপি’র সহ-সভাপতি আবু ইঊছুপ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, বিএনপি নেতা অনিমেষ চাকমা রিংকু, খাগড়াছড়ি জেলা ও দায়রা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো, নারী অধিকার নেত্রী সেফালিকা ত্রিপুরা, সমাজকর্মী প্রকৌশলী নির্মল দাশ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার মো. খোরশেদ প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষার্থী ঝরে পড়া রোধে বিশেষ অবদানের কারণে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক মাটিরাঙ্গা ভবানীচরণ রোয়াজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ আলী ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ২০১৭ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক পলাশ দেব।

অনুষ্ঠানের প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা ‘বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশে দৈনিক কালের কন্ঠকে অনুকরণীয়’ বলে মন্তব্য করেন।

Exit mobile version