parbattanews bangladesh

কড়া পুলিশ পাহারায় খাগড়াছড়িতে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কড়া পুলিশ পাহারায় বৃহস্পতিবার খাগড়াছড়িতে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। কর্মসূচি থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া  না হলে খাগড়াছড়ি জেলা বিএনপি আঞ্চলিক কর্মসূচি ঘোষণা হুমকি দিয়েছে।

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলীয় নেতাকর্মীরা উপস্থিত হওয়ার আগে সকাল থেকে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় পুলিশ ঘিরে রাখে।

অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন, খাগড়াছাড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, খাগড়াছাড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, মংসুইথোয়াই চৌধুরী, বেলাল হোসেন, অনিমেষ দেওয়ান নন্দিত, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, ক্ষণি রঞ্জন ত্রিপুরাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।