parbattanews bangladesh

কেপিএম’কে পূর্বের অবস্থানে ও উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হবে: উষাতন তালুকদার

কাপ্তাই প্রতিনিধি:

এশিয়ার সর্ববৃহৎ কর্ণফুলী পেপার মিলস্ লি. (কেপিএম) আগের অবস্থায় ফিরে আনা এবং সর্বোচ্চ ভাবে মিলের উৎপাদন কিভাবে বাড়ানো যায় আমরা তা চেষ্টা করব।

সোমবার (২এপ্রিল) কেপিএম কর্মকর্তা, কর্মচারী, সর্বস্তরের লোকদের নিয়ে বৈঠককালে উষাতন তালুকদার এমপি একথা বলেন।

তিনি বলেন, তিন পার্বত্যাঞ্চল তথা দেশের একমাত্র মধ্যমনি কর্ণফুলী পেপার মিলস্ আজ একটি কালো ছায়ার কারণে বন্ধের পথে। এ পেপার মিলকে কি ভাবে বাঁচানো যায় সে ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলেও কেপিএম সকল কর্মকর্তা, কর্মচারীদের আশ্বাস প্রদান করেন তিনি।

দিন, দিন কেপিএম উৎপাদনসহ বিভিন্ন সমস্যাজনিত কারণে প্রায় বন্ধের পথে। নিভুনিভু এ মিলটি কিভাবে  শ্রমিক/কর্মচারীদের বকেয়া পরিশোধ, বেতন-ভাতাসহ নানাধিক সমস্যা সমাধান করা যায় সেবিষয়ও তিনি আলোচনা করেন। এসময় তিনি কেপিএমের সকল শাখা, উৎপাদন কেন্দ্র, স্কুল ও প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেন।

এসময় বিসিআইসির মহাব্যবস্থাপক কর্মকর্তা আসাদুর রহমান, কেপিএম এমডি প্রকৌশলী ড. এমএম কাদেরসহ প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।