parbattanews bangladesh

কুতুবদিয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট অনুর্ধ-১৭ এর ফাইনালে বড়ঘোপ ইউনিয়ন পরিষদ একাদশকে ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ একাদশ।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকালে বড়ঘোপ সমুদ্র সৈকতে খেলাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ারা বেগম উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন  ট্রফি তুলে দেন।

এর আগে সমাপনী খেলায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস, উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শফিউল আলম কুতুবী, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচছাফা প্রমুখ।

এ ছাড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, দক্ষিণ ধুরূং ইউপি চেয়ারম্যান ষৈয়দ আহমদ চৌধুরী, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আক্তার হোসাইন, বড়ঘোপ ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কালামসহ স্থানীয় বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইবেকারে নিষ্পত্তি হয়। জেলা রেফারী সমিতির সদস্য শফিউল আলম শফি রেফারির দায়িত্ব পালন করেন। প্রায় কয়েক হাজার দর্শক সমুদ্র সৈকতে খেলা উপভোগ করেন।