কুতুবদিয়ায় জেএসসিতে ১৬৯৪, জেডিসি ৬৫২ পরীক্ষার্থী অংশ নেবে

 

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়ায় এবার জেএসসি পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলে ১৬৯১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। উপজেলার ৯টি বিদ্যালয়ের দু’টি  কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মাস্টার সজল দাশ জানান, এখানে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪১৮জন, ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩১০জন, আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের ১৪২জন, কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১৫৬জন ও কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের ৮৩জন সহ ১১০৯জন পরীক্ষার্থী অংশ নেবে। কুতুবদিয়া হাই স্কুল ভেন্যুতে প্রয়োজন সাপেক্ষে পরীক্ষার্থী অংশ নেবে বলে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস জানান।

ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোর্শেদুল আলম জানান, এ কেন্দ্রে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯৮জন, সতরুদ্দীন উচ্চ বিদ্যালয়ের ১০৯জন ও পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৮জন সহ মোট ৫৮৫জন পরীক্ষার্থী অংশ নেবে।

অপর দিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষায় বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে উপজেলার ৯টি প্রতিষ্ঠানের ৬৫২জন পরীক্ষার্থী অংশ নেবে বলে কেন্দ্র সচিব অধ্যক্ষ নুরুল আলম জানান।  বড়গোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৭৮জন, আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসার ৬২জন, কুতুব আউলিয়া দাখিল মাদ্রাসার ৫৮জন, আল ফারুক দাখিল মাদ্রাসার ১২২জন, কুতুবদিয়া জামেয়া নুরানিয়া বালিকা দাখিল মাদ্রাসার ৩১জন, ইমাম আবু হানিফা একাডেমি দাখিল মাদ্রাসার ৪২জন, ধূরুং ছমদিয়া আলীম মাদ্রাসার ৭৭জন, গাউছিয়া দাখিল মাদ্রাসার ১২৯জন ও দারুল হিকমাহ আল মালেকিয়া দাখিল মাদ্রাসার ৬৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন