parbattanews

কুতুবদিয়ার অদূরে সাগরে ৯ জলদস্যু আটক

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়ার অদূরে সাগরে ডাকাতির সময় ৯ জলদস্যুকে আটক করেছে জেলেরা। পরে  খবর পেয়ে পুলিশ গিয়ে কুতুবদিয়া থানায়  নিয়ে আসে।

বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জেলে মো. ইদ্রিস জানান, বুধবার ভোররাতে স্থানীয় দক্ষিণ ধূরুং আলী ফকির ডেইল গ্রামের আবু হানিফের একটি ফিশিং বোটে ৮জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সকালে ১০/১৫ জনের একটি জলদস্যুদল তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। এসময় সকল জেলেদের বরফ কলে ঢুকিয়ে রাখে।

পরে জলদস্যুরা অপর একটি বড় ফিশিংবোটকে ধাওয়া করলে ওই বোট তাদের বোটের উপর উঠিয়ে দিলে জেলে-ডাকাতরা সাগরে সাঁতরাতে থাকে। এসময় ডাকাতের বোটের মাঝি সহ প্রায় ৩ জন ডাকাতের বোট নিয়ে পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর অপর দু‘টি ফিশিং বোট তাদের সবাইকে উদ্ধার করলে জেলেরা জলদস্যুদের চিহ্নিত করলে ৯ ডাকাতকে আটক করে রাখে। বেলা ২টার দিকে আলী আকবর ডেইল ঘাটে এনে পুলিশকে খবর দিলে থানায় নিয়ে আসেন সবাইকে। উদ্ধাকৃত জেলেদের মধ্যে মো. ইদ্রিস(৪০), হাসান(৩৫), এহসান(৩৫), আবু সাদাত(১৫), মামুনুর রশীদ(২৫), শেকায়েত (২০), মাহমুদুল করিম(২৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় বলে হাসপাতাল সূত্র জানায়। অপর জেলে মনিরুল মান্নান (৫৫) নিখোঁজ রয়েছে বলেও ওই জেলে জানান।

থানার ওসি (তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, সাগরে দস্যুতার সময় বোট ডুবিয়ে দেয়ার পর অন্য বোট কর্তৃক তাদের উদ্ধার ও সনাক্তের মাধ্যমে আটক ৯ জলদস্যুকে থানায় নিয়ে আসা হয়েছে। তারা হলেন, চকরিয়া উপজেলার মানিকচরের জয়নাল আবেদীনের পুত্র মো. ইউছুফ (২৫), একই এলাকার আব্দুল কাদেরের পুত্র মিজানুর রহমান(২১), মৃত আমির হোছাইনের পুত্র আব্দু রহিম (৩৯), মৃত আরি মদনের পুত্র মো, আরিফ (৩৬), বরইতলী এলাকার মৃত বিষু দে‘র পুত্র যীশু (২৭), পেকুয়া রাজাখালীর মৃত জাফর আলমের পুত্র আব্দুল মান্নান(২৯), কুতুবদিয়া লেমশীখালীর আব্দুল মোতালেব এর পুত্র শাজাহান (২৭),  একই এলাকার জাফর আলমের পুত্র মো. ইদ্রিস (২৮) এ দক্ষিণ ধুরূং গ্রামের সিরাজুল মোস্তফার পুত্র ফজল করিম (১৯)।

তাদের বিরুদ্ধে সংশ্লিস্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

Exit mobile version