কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ১২ দেশের রাষ্ট্রদূত

 

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

উখিয়া’র কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ১২টি দেশের রাষ্ট্রদূতের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন তাঁরা।

এই প্রতিনিধি দলে ছিলেন অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, উত্তর কোরিয়া, নেদারল্যান্ড, মালয়েশিয়া, সুইডেন, তুরস্ক, ইংল্যান্ডের রাষ্ট্রদূতরা।

বিকেলে তাঁরা (রাষ্ট্রদূত) কুতুপালং রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। রোহিঙ্গাদের সাথে তাদের বিভিন্ন বিষয়ে কথাও বলেন তাঁরা।

এর আগে কক্সবাজার জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন ১২ দেশের রাষ্ট্রদূতগণ।

তখন রোহিঙ্গাদের বর্তমান অবস্থা, রোহিঙ্গা ইস্যুতে স্থানীয় জনগণের উপর কী ধরণের প্রভাব পড়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে নিজ দেশে প্রত্যাবর্তন ও অন্যত্র স্থানান্তর ইত্যাদি বিষয়ে আলোচনা হয় বলেও জানাগেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন