কাপ্তাই মৎস্য উন্নয়ন বিপনন কেন্দ্র চলতি অর্থ বছরে ৩৬লাখ টাকা রাজস্ব আয়

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই হ্রদ, মৎস্য উন্নয়ন ও বিপনন কেন্দ্র কাপ্তাই শাখা চলতি অর্থ বছরে মাছ বিপনন করে ৩৬ লাখ ১৫হাজার ৮০৩টাকা সরকারি খাতে রাজস্ব অর্জন করেছে । কাপ্তাই উপকেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাসুজ্জামান বলেন ২০১৪-২০১৫ গত অর্থ বছরে এ উপকেন্দ্র ২হাজার ৭শ’৫৪ টন মাছ বিপনন করা হয়। যার মূল্যে ৩কোটি ৭৫লাখ ৫৪হাজার ৭শ’৪৯টাকা।

গত অর্থ বছরের চেয়ে ২০১৫-২০১৬ চলতি বছরের এ উপকেন্দ্র ২হাজার ৯শ’৪৫টন মাছ বিপনন করা হয়। যার বাজার মূল্যে ৪কোটি ১১লাখ ৭০হাজার ৫শ২২টাকা। গত বছরের চেয়ে ৩৬লাখ ১৫হাজার ৮০৩টাকার মাছ বিপনন করে বেশি অর্জন করেছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন