কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই প্রতিনিধি:

রাতভর ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে কাপ্তাই লেকের পানি অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। লেকের চারদিক কানায় কানায় পূর্ণ হয়েছে। যার ফলে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

এদিকে, পানি বৃদ্ধির দরুন লেকের তীরবর্তী বহু বসতভিটা ডুবে গেছে। তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

মঙ্গলবার (৩ জুলাই) কাপ্তাই লেকে পানি বৃদ্ধির ফলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে সুইচ গেট আধাফুট করে সাড়ে ১২টা পযন্ত খোলা রাখা হয়। পানির অবস্থা বুঝে পরর্বতীতে সময় আরও বাড়ানো হতে পারে বলে বিউবো সূত্র জানায়।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, পানি বৃদ্ধির ফলে বর্তমান পানির লেভেল রয়েছে ১০২.২৩ ফুট মীনস সি লেভেল পরিমান।

দীর্ঘদিন ২নং বিদ্যুৎ ইউনিট বন্ধ থাকার পর সোমবার (২ জুলাই) রাত হতে পুনরায় বিদ্যুৎ উৎপাদনে আনা হয়েছে ২নং ইউনিটকে। বর্তমানে ৫টি ইউনিট চালু থাকায় সর্বোচ্চ ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

এদিকে ভারী বর্ষণ হওয়ার দরুন প্রতিনিয়ত লেকে পানি বৃদ্ধি পাচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন