Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

কাপ্তাই পাল্পউড বনানী জামে মসজিদ নির্মাণ কাজ উদ্বোধন

Bonane mosjed copy

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ, বিভাগীয় বনানী জামে মসজিদ পূণঃ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। জামে মসজিদটি ১৫অক্টোবার ১৯৯০সালে সাবেক প্রধান বনসংরক্ষক ড.শামসুর রহমান প্রতিষ্ঠা করেন। এবং পুনঃ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাঙ্গামাটি সার্কেল বন সংরক্ষক মো. সামশুল আজম ও কাপ্তাই পাল্পউড বন বিভাগীয় বন কর্মকর্তা আনম আব্দুল ওয়াদুদ।

বৃহস্পতিবার নামায ও মুনাজাত শেষ করে এ মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাল্পউড বাগান বিভাগীয় সহ-কারী বনসংরক্ষক রফিক আহমেদ, দক্ষিণ বন বিভাগীয় সহকারী বনসংরক্ষক সামসুল মুহিত চৌধুরী, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা শাহজাহান আলী, রাজস্থলী-চন্দ্রঘোনা কাঠ ব্যবসায়ী সমিতির সাবেক সম্পাদক কামাল চৌধুরী, কাপ্তাই চিড়াই কাঠ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সেকান্দার হোসেন, বনপ্রহরী কল্যান সমিতির সভাপতি এটিএম আব্দুল লতিফ, সাংবাদিক কবির হোসেন, নজরুল ইসলাম লাভলু, কাজী মোশাররফ হোসেন, মসজিদ পরিচালনা কমিটির সদস্য নুর মোহাম্মাদ বাবুসহ মসজিদ কমিটির সকল সদস্য ও এলাকার গন্যমান্য মুসল্লিগণ।

দোয়া ও মুনাজাত করেন বনানী জামে মসজিদের ইমাম কাজী মাহাবুবুর রহমান।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন