parbattanews bangladesh

কাপ্তাই উজেলা বিএনপির কার্যকরী কমিটি বাতিল

 

কাপ্তাই প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কাপ্তাই উপজেলা  কার্যকরী কমিটি বাতিল করেছে জেলা বিএনপি।

শক্রবার দুপুরে জেলা বিএনপির সভাপতি হাজী শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এর তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, ২০১৫ সনের আগস্ট মাসে সম্মেলনের মাধ্যমে কাপ্তাই উপজেলা বিএনপির কমিটি গঠনের পর থেকে বর্তমান কমিটি কোন রুপ সভা, সমাবেশ, কেন্দ্র ও জেলা কমিটির ঘোষিত কর্মসূচি পালনে ব্যর্থ হওয়া, দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড পরিচালনার কারণে সংগঠনের স্থবিরতা সৃষ্টি হওয়ায় ৬ সেপ্টেম্বর (২০১৮) জেলা বিএনপির জরুরী সভার সিদ্ধান্তক্রমে কাপ্তাই উপজেলা বিএনপির কার্যকরী কমিটি বাতিল ঘোষণা করা হয়।

জানা গেছে, কাপ্তাই উপজেলা বিএনপি কমিটি গঠনের পর থেকে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি দিলদার হোসেন ও সাধারণ সম্পাদক ইয়াসিন মামুনের সাথে নানা বিষয়ে বিতর্ক লেগে আছে।

সর্বশেষ বৃহস্পতিবার বিকালে কাপ্তাই প্যারাডাইস রেস্টুরেন্টে উপজেলা বিএনপি সভাপতি ও অঙ্গসহযোগী সংগঠনের সাথে বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি সংঘঠিত হাওয়ার দরুন জেলা বিএনপি জরুরী ভিত্তিত্বে এ কমিটির বাতিলের সিদ্ধান্ত নেয়।