কাপ্তাইয়ে জাতীয় সমবায় দিবস পালন

কাপ্তাই প্রতিনিধি:

‘‘উৎপাদনমূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে ৪৬তম জতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

শনিবার (৫ নভেম্বর)কাপ্তাইয়ে সমবায় কর্মকর্তা নাদিরা বেগমের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতি সভাপতি ও মহিলা এমপির প্রতিনিধি ইব্রাহিম খলিল, বিআরডিবি চেয়ারম্যান শফিউল আলম খোকন, ও নতুনবাজার সমিতির সভাপতি সাগর চক্রবর্ত্তীসহ প্রমুখ।

এছাড়াও অন্যান্য সমবায় সংগঠনের পলাশ তঞ্চঙ্গ্যা ও হরিু তঞ্চঙ্গ্যা বক্তব্য রাখেন। প্রধান অতিথি বলেন, সকলের প্রতি দেশপ্রেম থাকলে সমবায় উৎপাদনমূখী ও সুন্দর একটি বাংলাদেশ গড়া সম্ভাব।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নুর মোহাম্মাদ বাবু।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন