parbattanews

কাউখালীতে ৩৪০ লিটার চোলাই মদসহ আটক-২

কাউখালী প্রতিনিধি:

অভিনব কায়দায় পাচারকালে চোলাই মদসহ দুই যুবককে আটক করেছে কাউখালী থানা পুলিশ। শুক্রবার(২৭জুলাই) সকালে উপজেলার বেতবুনিয়া রাবারবাগান চেক পোস্ট এলাকা থেকে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় গাড়িতে রাখা ৩৪০ লিটার মদসহ একটি জিপ (গাড়ি নং- চট্টমেট্টো-ম ১১৬৭৫৪) জব্দ করা হয়।

আটককৃতরা হলো রাঙামাটি সদর উপজেলার বিডিআর ক্যাম্প সিলেট পাড়া এলাকার আলোই মিয়ার ছেলে ড্রাইভার দুলাল মিয়া (৩৪) ও চম্পকনগর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে দেলোয়র হোসেন (৩৫)।

কাউখালী থানার এএসআই আব্দুল জলিল জানান, কাঁচা তরিতরকারীর বস্তা সাজিয়ে জিপ বোঝাই করে প্রকাশ্যে রাঙামাটি থেকে মদের একটি চালান চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বেতবুনিয়া রাবার বাগান ফরেনার চেকপোস্ট এলাকায় এসআই আব্দুল কাদের ও এএসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৪০ লিটার চোলাই মদ, মদ বহনকারী একটি জিপ গাড়িসহ দুইজনকে আটক করে কাউখালী থানায় হস্তান্তর করে। আটকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে সপোর্দ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

Exit mobile version