parbattanews bangladesh

কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

কাউখালী প্রতিনিধি:

রাঙ্গামাটির কাউখালীতে কমিউনিটি পুলিশের মূল কথা `জনতাই পুলিশ, পুলিশই জনতা’ এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে ২০১৭ উলপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় থানা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রেসক্লাব চত্তর ঘুরে কাউখালী থানার সম্মেলন কক্ষে কাউখালী থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর আয়োজনে  আলোচনা সভায় মিলিত হয়।

এসআই কামাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায়  সভাপতিত্ব করেন কাউখালী থানার অফিসার ইনচার্জ  মো. কবির হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পুরুষ মংসুইউ চৌধুরী, ওসি (তদন্ত) শাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, বেতবুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামশুদৌহা চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মিলন কান্তি, ঘাগড়া ইউপি সদস্য শফিকুল ইসলাম শরীফ, মন্টু চাকমা, কলমপতি ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাংবাদিক ওমর ফারুক, সাবেক ইউপি সদস্য আব্দুল মোতালেব, শান্তি মনি চাকমা,  এসআই ভক্ত চন্দ্র দত্ত্ব, সুজন, আব্দুল কাদের, এএসআই জলিল, মাহামুদুল হক, খোরশেদ, হাসিন, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন, মনির হোসেন সহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা জঙ্গী, মাদক, বাল্যবিহাহ রোধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।