কলাতলী থেকে ভবন ও পাহাড় কাটার সরঞ্জাম জব্দ


কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরের কলাতলী টিএন্ডটি টাওয়ারের পশ্চিম পাশে পাহাড় কাটার স্থানে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়। পাহাড় কেটে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাহাড় কাটা ও ভবন নির্মাণের বেশ কিছু জিনিসপত্র জব্দ করা হয়েছে। শনিবার ৩০ ডিসেম্বর দুপুরে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক সাইফুল আশ্রাবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

সাইফুল আশ্রাব জানান, কলাতলী টিএন্ডটি টাওয়ারের পশ্চিম পাশে পাহাড় কেটে ভবন নির্মাণ করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। চারপাশে বাউন্ডারি করে এবং গেইটে তালা লাগিয়ে ভিতরে পাহাড় কেটে বহুতল ভবনের নির্মাণ কাজ চলছিল। এসময় অভিযানে টের পেয়ে শ্রমিকরা পালিয়ে যায়। এরপর মাটি কাটার বিভিন্ন সরঞ্জামসহ ভবন নির্মাণের নকশাও জব্দ করা হয়।

তিনি বলেন-টেকনাফ শাহপরীর দ্বীপ এলাকার ফরিদ নামে একব্যক্তি পাহাড় কেটে ভবনটি নির্মাণ করছে বলে জানা গেছে। এতে ফরিদকে সহযোগিতা করছে আয়াছুর রহমান রনি নামে এক ব্যক্তি। সংশ্লিষ্ট আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুুতি নেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন