parbattanews bangladesh

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে দীঘিনালায় র‌্যালি ও আলোচনা সভা

প্রতিনিধি দীঘিনালা:

“কমিউনিটি পুলিশিং ডে” উপলক্ষ্যে দীঘিনালায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে দীঘিনালা থানা হতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দীঘিনালা থানায় সমাবেশে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব জসিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুদ্দীন ভূইয়া, অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান পাটোয়ারী, ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বোয়ালখালী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি চয়ন বিকাশ চাকমা, ৪ নম্বর দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দীঘিনালা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি চন্দ্র রঞ্জন চাকমা, ৫নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাবুছড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সুগতপ্রিয় চাকমা প্রমুখ।