কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে ১৮ আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৮ জনকে আটক করেছে।

গত ২০ ফেব্রুয়ারি সকাল থেকে ২১ ফেব্রুয়ারি  সকাল পর্যন্ত এদের আটক করা হয়।

অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন খন্দকার পিপিএম এর নেতৃত্বে  একদল পুলিশ অভিযানে অংশ গ্রহণ করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন:

আবু ছাদেক নয়ন, পিতা-মৃত আব্দুল হামিদ, আবুল কাশেম  @ আবুল হাসনাত, পিতা-মৃত আবুল হোসাইন, উভয় সাং-ভারুয়াখালী, পশ্চিম পাড়া, থানা ও জেলা-কক্সবাজার, শফিউল আলম, পিতা-অলি আহমদ, সাং-কোর্ট বাতাবি, তেলি পাড়া, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, হারুন আর রশীদ, পিতা-মৃত কালা মিয়া, সাং-পশ্চিম লতিফপুর, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর, ফাতেমা বেগম, স্বামী-রফিক উল্ল্যাহ, সাং-কোর্ট বাজার, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, পারভিন আক্তার, পিতা-মৃত মোহাম্মদ মাসুদ, সাং-বাহারছড়া, থানা ও জেলা-কক্সবাজার, মো. সৈয়দ আলম, পিতা-মৃত আব্দুর রহমান, সাং-নতুন বাহারছড়া, ০২নং ওয়ার্ড থানা ও জেলা-কক্সবাজার,  ছৈয়দ আলম, পিতা-আলী হোসেন, সাং-তেতৈয়া খুরুশকুল, থানা ও জেলা-কক্সবাজার,  আব্দুর রহীম পিতা-মঞ্জুর আলম, সাং-ঈদঘর, থানা- রামু, জেলা-কক্সবাজার, মো. রানা, পিতা-মোস্তাক বাবুর্চি, সাং-বৈদ্যঘোনা, কক্সবাজর পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার, মো. রুবেল পুতু, পিতা-আব্দুল কাদের, মাতা-মৃত জাহেদা বেগম, সাং-বৈদ্যঘোনা, জাদিরাম পাহাড়, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার, মো. জসিম উদ্দিন, পিতা-আব্দুর রহীম, মাতা-মনোয়ারা বেগম, সাং-ধেছুয়া পালং, থানা-রামু, জেলা-কক্সবাজর,  মো. খোকন, পিতা-মো.  জাকির হোসেন, সাং-লাইট হাউজ পাড়া, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার,  মো. রশিদ, পিতা-নুর মোহাম্মদ, সাং-ঘাটকুলিয়া পাড়া, পিএমখালী, থানা ও জেলা-কক্সবাজার,  সাবেকুন্নহার, স্বামী-মনজুর আলম, সাং-পাহাড়তলী, দক্ষিন হাজী পাড়া, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার, মো. রুবেল পিতা-আব্দুল কাদের, মাতা-জাহেদা বেগম, সাং-বৈদ্যঘোনা, জাদিরাম পাহাড়, থানা ও জেলা-কক্সবাজার,  রশিদ মিয়া, পিতা-মৃত মোজাফ্ফর আহমদ, সাং-টেকপাড়া, ০১নং ওয়ার্ড, ইসলামাবাদ, কক্সবাজার পৌরসভা , থানা ও জেলা-কক্সবাজার, শফিকুর রহমান, পিতা-আমিন উল্লাহ, সাং-পশ্চিম পাড়া, ভারুয়াখালী, থানা ও জেলা-কক্সবাজার, মিজানুর রহমান, পিতা-উমর মিয়া, সাং-দক্ষিণ পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন