কক্সবাজার পৌর কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমকে কাউন্সিলর জাবেদ মো. কায়ছার নোবেল কর্তৃক শারিরীক নির্যাতনের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভা ভবনের নিচ তলায় কক্সবাজার পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মোরশেদুল আজাদ আবুর সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুল আলিম মোল্লা।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, সহ প্রচার সম্পাদক জাকের হোসেন হেলাল, বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি বেলাল আহমদ খানসহ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলার নেতৃবৃন্দ।

এসময় বক্তরা বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সততা, নিষ্ঠার সাথে কাজ করতে গিয়ে বার বার হামলা ও নির্যাতনের শিকার হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৮ আগস্ট কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. খোরশেদ আলমকে একই পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর জাবেদ মো. কায়ছার নোবেল শারিরীকভাবে নির্যাতন করেন। আমরা উক্ত ঘটনার সুষ্ঠ তদন্ত করে ওই কাউন্সিলরের শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার দাবি জানাই।

বক্তরা আরও বলেন, শুধু কক্সবাজারর নয়, পুরো বাংলাদেশের পৌরসভায় নিরাপদ ও সুন্দর কর্মপরিবেশ চায়। এতে করে এগিয়ে যাবে বাংলাদেশ|

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন