কক্সবাজারে ইন্টার্নী ডাক্তারের তালা লাগিয়ে রোগী হয়রানী, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজার সদর হাসপাতালে ইন্টার্নী ডাক্তার কর্তৃক তালা লাগিয়ে রোগী হয়রানী, হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির  প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে “আমরা কক্সবাজারবাসির” উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মুহাম্মদ আলী। তিনি বলেন, ডাক্তারি হল একটি মহান পেশা। মানবতার সেবায় তারা সমাজে অনেক অবদান রাখেন। ইন্টার্নী ডাক্তারের তালা লাগিয়ে রোগী হয়রানী, অনিয়ম ও দুর্নীতি খুবি নেক্কার জনক ব্যাপার। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

এছাড়া নেতৃবিন্দ ও  হয়রানির স্বীকার  বিভিন্ন পেশাজীবির মানুষ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।  ইতর ডাক্তারের দুর্নিতি ও অনিয়মের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন