কক্সবাজারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন


কক্সবাজার প্রতিনিধি:
সমুদ্র নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়ে গেলো দ্বিতীয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। সোমবার (৮ জানুয়ারী) বেলা দুইটা থেকে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বসে দেশী বিদেশী ক্বারীদের মিলনমেলা।

মিশরসহ বিশ্বের বিভিন্ন দেশের ১০ জন প্রখ্যাত ক্বারীর কণ্ঠে উচ্চারিত সুরের মুর্ছনায় মেতে উঠে কক্সবাজারের আকাশ বাতাস। পবিত্র গ্রন্থের তেলাওয়াত শুনতে ছুটে আসে কুরআন প্রেমিক জনতা। বিকাল না গড়াতেই সভাস্থল ভরে ওঠে। সন্ধ্যা নাগাদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে বিস্তীর্ণ ঈদগাহ ময়দান। শুধু বিদেশী ক্বারী নন, এতে তেলাওয়াত করেন আন্তর্জাতিকমানের দেশীয় ক্বারীরাও। সব ক্বারীদের সুরের তানে ব্যাকুল হয়ে উঠে মুমিন হৃদয়। পবিত্র কালামের তেলাওয়াত চলে গভীর রাত অবধি। টানা ৮ ঘন্টা কুরআন তেলাওয়াতের এই সম্মেলনে কোন ছন্দ পতন হয়নি।

পবিত্র কুরআন তেলাওয়াত শুনিয়ে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেন মিশর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ক্বিরাত বিভাগের ডিন ক্বারী শায়খ সালমান হালফাভী, মিশরের প্রখ্যাত ক্বারী শায়খ আব্দুল নাসের হারক, শায়খ র’ফাত হোসাইন, আফগানিস্তানের আব্দুল কাবীর হায়দারী, তানজানিয়ার ক্বারী শায়খ রেজা আইয়ুব, ইন্দোনেশিয়ার ক্বারী আইনুল মোবারক, ভারতের ক্বারী মুহাম্মদ আলী খান, ক্বারী ইউনুছ আলী খান।

দেশীয় ক্বারীদের মধ্যে কুরআন তেলাওয়াত করেন- আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী শহীদুল ইসলাম, ক্বারী মনজুর আহমদ, ক্বারী আমজাদ হোছাইন, ক্বারী খুবাইবুল হক তানিম। বিশেষ করে কক্সবাজারের সম্পদ শিশু ক্বারী রিফাত বিন আবদুর রশিদের কণ্ঠে তেলাওয়াত শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। এছাড়াও বাংলাদেশের নামকরা অন্তত ৩০ জন ক্বারী কক্সবাজারের ক্বিরাত সম্মেলনে পবিত্র কুরআন তিলাওয়াত করেন। সব ক্বারীদের তেলাওয়াতের সুর আলোড়িত করে পুরো সভাস্থল। যেন জমিনে নেমে আসে বেহেস্তি এক আবহ।

কনকনে শীত উপেক্ষা করে বেলা দুইটা থেকে চলমান ক্বিরাত সম্মেলনে পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন তানযীমুল ক্বোররা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা আলহাজ্ব ক্বারী আব্দুল গণি এবং আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থার সভাপতি আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়্যব।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক ক্বিরাত মাহফিল সংস্থা বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার ক্বিরাত বিভাগের প্রধান মাওলানা ক্বারী জহিরুল হক।

সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ রিদওয়ানুল কবীর এর পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ মুহসীন শরীফ, মাওলানা মুহাম্মদ আলী, সহ-সভাপতি মাওলানা হাফেজ ছালামত উল্লাহ, গোলাম কিবরিয়া, নুরুল হক নূর, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তোফাইল উদ্দিন চৌধুরী, ক্বারী সাইফুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজি, অর্থ সম্পাদক হাফেজ মুবিনুল হক, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা জামাল উদ্দিন তাওহীদ, দপ্তর সম্পাদক নুরুল হক চকোরী প্রমুখ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন