parbattanews bangladesh

‘এটি মিয়ানমা‌রের সীমানা, এখান থে‌কে স‌রে বাংলা‌দে‌শে যাও’

ঘুমধুম প্রতিনিধি:

বান্দরবা‌নের নাইক্ষ্যংছ‌ড়ির ঘুমধুমের তমব্রু সীমা‌ন্তের ‌কোনাপাড়ার নো-ম্যানস ল্যা‌ন্ডে থাকা রো‌হিঙ্গা‌দের স‌রে যে‌তে ‌ফের মাই‌কিং কর‌ছে মিয়ানমার সেনাবাহিনী। শনিবার (১৯ মে) সকাল থে‌কে তারা এ মাইকিং করছে।

এদিন সকাল থে‌কে তারা রো‌হিঙ্গা‌দের উদ্দেশে বল‌ছে, ‘এটি মিয়ানমা‌রের সীমানা। এখান থে‌কে স‌রে বাংলা‌দে‌শে যাও।’

এ বিষ‌য়ে রো‌হিঙ্গা নেতা দিল মোহাম্মদ ব‌লেন, ‘শনিবার সকাল থে‌কে মিয়ানমা‌রের সেনাবা‌হিনী মাইকিং ক‌রে বল‌ছে এ‌টি মিয়ানমা‌রের সীমানা। তোমরা বাংলা‌দে‌শের সীমানায় চ‌লে যাও। কিছুক্ষণ পরপর তারা এ কথা বল‌ছে। এর আ‌গেও তারা একইভা‌বে মাই‌কিং ক‌রেছিল।’

ঘুমধুম ইউপি চেয়ারম্যান ব‌লেছেন, এর আ‌গেও তারা একবার মাইকিং ক‌রে রো‌হিঙ্গা‌দের স‌রে যে‌তে ব‌লে‌ছিল। কিছু‌দিন চুপচাপ থাকার পর আজ আবার মাইকিং ক‌রে একই কথা বল‌ছে। এরপর থে‌কে সীমা‌ন্তে রো‌হিঙ্গা‌দের ম‌ধ্যে উ‌ত্তেজনা‌ বিরাজ করছে।

তুমব্রু বিওপি কমান্ডার সুবেদার অাব্দুল হাকিম জানান, অামরা শুনেছি সকাল থেকে মিয়ানমার সেনাবাহিনী নো-ম্যান্স ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গাদের বাংলাদেশে চলে অাসতে থেমে থেমে মাইকিং করছে এবং বিভিন্ন হুমকি দিচ্ছে। তবে অামাদের পক্ষ থেকে অাগের চেয়ে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিজিবি তৎপর রয়েছে।

প্রসঙ্গত, তুমব্রু সীমা‌ন্তে আশ্রয় নেওয়া সা‌ড়ে ৬ হাজার রো‌হিঙ্গার ম‌ধ্যে এখন প্রায় ৪ হাজা‌রের মত রো‌হিঙ্গা র‌য়ে‌ছে। এসব রো‌হিঙ্গা‌দের স‌রে যে‌তে এর আ‌গে ১ মার্চ মাই‌কিং ক‌রে।