parbattanews

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে সরকার

থানচি প্রতিনিধি:

বান্দরবানের থানচিতে থানা পুলিশের চারতলা ভবন সহ প্রায় আঠারো কোটি টাকার ৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আনুষ্ঠানিকভাবে কাজ গুলোর উদ্বোধন করেন।

কাজগুলো হচ্ছে-স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে ১ কোটি ২০লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পরিবার পরিকল্পনা অফিস ভবন, গনপূর্ত বিভাগের অর্থায়নে ৯ কোটি টাকা ব্যয়ে থানচি থানা পুলিশের চারতলা ভবণ নির্মাণ, স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) অর্থায়নে ৬ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে চারতলী বিশিষ্ট থানচি ডরমেটরি ভবনের নির্মাণ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪৮ লক্ষ টাকা ব্যয়ে রেমাক্রি ইউনিয়নে সেচ প্রকল্প এবং থানচি থেকে দূর্গম তীন্দু রেমাক্রী যাতায়াতের জন্য ৮টি ইঞ্জিন চালিত নৌকা প্রদান। এসময় অন্যান্যদের মধ্যে বলিপাড়া বিজিবি ব্যাটেলিয়ান কমান্ডার লে. কর্নেল হাবিবুর রহমান, পুলিশ সুপার  সঞ্জিত কুমার রায়

অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল শফিউল আলম, জেলা সিভিল সার্জন ডা. অংশৈপ্রু মারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, থানচি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং থানছি নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী শান্তিরাজ ক্যাথলিক মিশনে আয়োজিত ত্রিপুরা সম্প্রদায়ের নবান্ন উৎসবে যোগদান করে স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে আওয়ামী লীগ সরকার। উন্নয়নের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সর্বক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। পাহাড়ের উন্নয়নেও অত্যন্ত আন্তরিক সরকার। কিন্তু একটি গোষ্ঠী পাহাড়ে অশান্তি সৃষ্টি করে উন্নয়ন কাজ বন্ধের ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে পার্বত্যবাসীকে সজাগ থাকতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে পার্বত্যাঞ্চল। অবকাঠামোতগত উন্নয়ন হলে কর্মসংস্থান সৃষ্টি হবে পাহাড়ের মানুষের।

Exit mobile version