parbattanews

উখিয়ায় ১১ বিদেশী নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া থেকে সন্দেহজনক ১১ বিদেশী নাগরিককে আটক করেছে র‌্যাব-৭। পাসপোর্ট ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে তাদের আটক করা হয়।

র‌্যাব ৭ এর সেকেন্ড অফিসার মোমরেজ জানান, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১টার সময় উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন ত্রাণ কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের দুপুর সাড়ে ১২টায় উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক বিদেশী নাগরিকদের মধ্যে ইউকে’র ২জন, নেদারল্যান্ডেরর ১জন, তুরস্কের ১জন, দক্ষিণ কোরিয়ার ১জন, জেনিয়ার ১জন, ইতালীর ২জন, ব্রাজিলের ১জন, বেলজিয়ামের ১জন ও নরওয়েরের ১জন রয়েছে।

উখিয়া থানার অফিসার্স ইনচার্জ মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র‌্যাব ১১জন বিদেশী নাগরিককে থানায় হস্তান্তর করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বিদেশী কোন নাগরিকের কাছে পাসপোর্ট নেই বলেও জানান ওসি। বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই বাচাই চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান আবুল খায়ের।

Exit mobile version