উখিয়ায় ড্রোনসহ ৪ তুরস্ক নাগরিক আটক

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় ড্রোনসহ তুরস্কের ৪ নাগরিককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ।

গতকাল বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে গোপন সংবাদের ভিত্তিতে জামতলী রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ড্রোন উড়ানোর সময় তাদের আটক করে।

পুলিশ পরিদর্শক মাঈন উদ্দিন বলেন, জামতলীতে তুরস্কের ৪ নাগরিক থেকে ড্রোন উড়ানোর সময় ড্রোনটা পুলিশী হেফাজতে নেওয়া হয়। ভিসার মেয়াদ শেষে চলে যাওয়ার সময় ড্রোনটি ফেরত দেয়া হবে।

তিনি বলেন, তারা বৈধ ভিসা নিয়ে জাসাস নামে একটি এনজিও’র প্রতিনিধিত্ব করছে। তাদের সাথে ছিলেন, বাংলাদেশী কো-অর্ডিনেটর এলজিআরডি মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ড. নুরুল হক। পুলিশ আটককৃতদের পরিচয় জানাতে সম্মত হননি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, ড্রোনসহ তুরস্কের ৪ নাগরিকদের আটক করেছে ডিজিএফআই। বাংলাদেশের প্রচলিত আইনে এটি যে শাস্তিযোগ্য অপরাধ সে বিষয়ে তারা জানে না। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সাথে আলোচনার পর এ ধরণের ভুল আর হবে না বলে ক্ষমা চাইলে তাদের ছেড়ে দেওয়া হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন