parbattanews bangladesh

উখিয়ায় জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বৈশম্য দূরীকরণে অবহিত করণ সভা

উখিয়া প্রতিনিধি:

উখিয়ার রত্মাপালং ইউনিয়ন পরিষদের হল রুমে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও বৈশম্য দূরীকরণে ধর্মীয় নেতাদের সচেতনতা বিষয়ক অবহিত করণ সভা সোমবার (০৩ সেপ্টম্বর) অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘ জনসংখ্যা উন্নয়ন তহবিল সংস্থা (ইউএনএফপিএ) ও গণ উন্নয়ন কেন্দ্র যৌথভাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, রত্মাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশন কক্সবাজার জেলা সহকারী উপ-পরিচালক সরওয়ার আকবর।

মেম্বার ডা. মোক্তার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিত করণ সভায় বক্তব্য রাখেন, গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার আবু দাউদ খাঁন, মৌলানা হাফেজ ফয়েজ উল্লাহ, মৌলানা রফিক উল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের গণ শিক্ষা বিভাগের সুপার ভাইজার মাহবুবুল আলম প্রমুখ। এসময় মসজিদের ইমাম, মোয়াজ্জেম, মন্দিরের পুরহিত ও গণ মাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা সমাজের নারী নির্যাতন, যৌতক প্রথা, বাল্য বিবাহ, কুসংস্কার এবং অসংঙ্গতি দূরীকরণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ধর্মীয় নেতাদের ভুমিকা রাখার উপর গুরত্বারোপ করা হয়। সভাটি পরিচালনা করেন, গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট কর্মকর্তা শামশুল আলম লিটন।