ইউপিডিএফের চাঁদাবাজীর কারণে খাগাড়াছড়িতে ঔষুধ সরবরাহ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ

16906

খাগড়াছড়ি সংবাদদাতা :
ইউপিডিএফের চাদাঁর কারনে খ্গাড়াছড়িতে ঔষুধ সরবরাহ বন্ধ রেখেছে ঔষুধ কোম্পানির সংগঠন ”ফারিয়া”। গতকাল মঙ্গলবার দুপুরে মেডিসিন কোম্পানির এক কর্মকর্তা  টেলিফোনে এ কর্মসুচির কথা জানান।
খাগড়াছড়ি ফারিয়া সংগঠনের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদেরকে টেলিফোনে জানান, নিয়মিতই ইউপিডিএফের নামে চাদাঁ নেওয়া হয়। চাদাঁ দিতে অস্বীকার করলে মেডিসিনের গাড়ি আটক করে রাখে এবং সংশ্ল্ষ্টি লোকদের  মারধর করে।

গত ২৯ জুলাই জেলার বেক্সিমকো ও রেনেটা কোম্পানির ঔষুধের গাড়ি  মহালছড়িতে যাওয়ার সময় লেমুছড়ি এলাকায় পৌছালে ইউপিডিএফের সন্ত্রাসীরা গাড়ি গতিরোধ করে চালককে নামিয়ে মারধর করে, এবং ৩লক্ষ টাকার ঔষুধ নিয়ে যায়। পরে প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি। এরপর থেকে নিয়মিত চাদাঁ না দিলে গাড়ি আটক করে রাখে এবং মারধর করে। এমতবস্থায় নিরাপত্ত্বাহীনতার কারণে সকল ঔষূধ কোম্পানির গাড়ি  মঙ্গলবার থেকে অনির্দিষ্ট সময়ের জন্যে বন্ধ থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন