Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

আলোকিত সমাজ নির্মাণে ভূমিকা রাখবে পুটিবিলা প্রিজম হাইস্কুল

untitled-1-copy

মহেশখালী প্রতিনিধি:

  মহেশখালীর দক্ষিণ পুটিবিলা প্রিজম হাইস্কুলে নতুন বছরের বই উৎসবে প্রধান অতিথি মহেশখালী কুতুবদিয়ার সাংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি বলেছে, শিক্ষা অনগ্রসর এলাকার স্কুলটি ৬ষ্ঠ শ্রেনীতে ক্লাস চালু করেছে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। সময়ের সাথে সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই শিক্ষাকে জীবনের প্রথম কাজ হিসাবে গ্রহণ করতে হবে মা বাবাকে। মহেশখালী শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়া আজকের এস্কুলটি থেকে ছাত্র-ছাত্রীরা  আগামী দিনে সু-নাগরিক তৈরী হয়ে আলোকিত সমাজ নির্মাণে ভূমিকা রাখবে। একদিন একটি বই নিয়ে গড়ে তোলা পরিত্যাক্ত ভবনের স্কুলটি মহেশখালীর আলোচিত শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হবে।
দক্ষিণ পুটিবিলা প্রিজম হাইস্কুল (প্রাথমিক ও নিন্ম-মাধ্যমিক শাখা) এর নতুন বই বিতরন উৎসব ২০১৭ বৃহত্তর  গোরকঘাটার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চেয়ারম্যান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিতরণ উৎসব এ বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি)বাবু বিভীষণ কান্তি দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল করিম জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডা. নুরুল আমিন মহেশখালী পৌরসভার কাউন্সিলর আব্দুশুক্কুর,মহেশখালী কলেজ’র অধ্যাপক আশিষ কুমার চক্রবর্তী, প্রভাষক মোস্তফা কামাল সোহাগ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু ছিদ্দিক, সমাজ সেবক আব্দুল গফুর ঠিকাদার,  প্রধান শিক্ষিকা খুরশিদা বেগম,উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক হলিমুর রশিদ, নুর উদ্দীন মাসুদ, মোবারক হোসেন বারেক, উপজেলা ছাত্র লীগ নেতা আশিক মাহামুদ, ব্যবসায়ী শামসুদ্দোহা, নবাব হোসেন, আনচারুলালাহ, নুরুল আমিন, রাহামত উল্লাহ, সলিম উল্লাহ,আব্দুল মন্নান, রশিদ আহাম্মদ. মহেশখালী প্রেসক্লাব এর সম্পাদক আবুল বশর পারভেজ।

স্কুলটি প্রাথমিক থেকে নতুন বছরে নিন্ম-মাধ্যমিক এ ৬ষ্ঠ শ্রেনীতে শিক্ষা কার্যক্রম চালু করছে। সহকারী শিক্ষিকা কামরুনাহার, সেলিনা আকতার কাজল, ফারহানা সুলতানা, আজিজা খানম, আনজুমান আরা, শাকের উল্লাহ, মোহছেনা আকতার সহায়ক আনোয়ারা বেগম প্রমূখ।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন