parbattanews bangladesh

আলীকদম আসছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর

আলীকদম প্রতিনিধি:

একদিনের ৬ জুলাই (শুক্রবার) সফরে বান্দরবানের আলীকদম উপজেলায় আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।

এদিন তিনি দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারে এসি সিস্টেম সোলার প্যানেল, অসহায় দুস্থদের মাঝে ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করবেন। এরপর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ফুটবলকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করবেন। আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতি মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে বান্দবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদারসহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এছাড়াও মন্ত্রী দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে উপজেলা ছাত্রলীগ নেতা সৌরভ পাল ডালিমের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।