আলীকদমে নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Alikadam Woman Day Pic (2) copy

আলীকদম প্রতিনিধি:

‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় আয়োজনে অনুষ্ঠিত র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, উপজেলা আওয়ামী মহিলা লীগ নেত্রী এনুচা মার্মা ও নারী নেত্রী এনুছা মারমা।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ সড়কে মহিলা ভাইস চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং মুরুং, ইউএনও অফিসের সুপার চমং মারমাসহ এলাকার দুস্থ নারী, সরকারী ও বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সময় এসেছে নারীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অর্জনগুলো তুলে ধরে চ্যালেঞ্জ মোকাবেলার। এ জন্য সমাজ ও কর্মক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে। নারীদের মৌলিক অধিকার বিষয়ে আরও সচেতন হতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন