parbattanews

আলীকদমে অগ্নিকাণ্ডে ভষ্ম ৭ দোকান

 

নিজস্ব প্রতিকেদক, বান্দরবান:

বান্দরবানের আলীকদমে সাতটি দোকানসহ একটি রাইস মিল আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি) ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের কাসেম মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কাসেমপাড়া এলাকায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে ছয়টি দোকান ও একটি রাইস মিল পুড়ে যায়।  খবর পেয়ে দমকল বাহিনী কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস রহমান জানান, আগুনে ৮টি দোকান ও নগদ টাকা এবং একটি টমটম গাড়ি পুড়ে যায়। পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করা হবে।

আলীকদম থানার ওসি রফিক উল্লাহ জানান, ভোরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগে রইস মিলসহ সাত দোকান পুড়ে গেছে। হতাহতের ঘটনা ঘটেনি।

Exit mobile version