আলীকদমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও চাউল বিতরণ

আলীকদম প্রতিনিধি:

আলীকদম উপজেলা সদরে শুক্রবার (৮ জুন) সকালে সংগঠিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। শনিবার (৯ জুন) সকালে পরিদর্শন শেষে তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও চাউল বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংব্রাচিং মার্মা ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আপনাদের পাশে সরকার আছে। সরকারের অনুদান আপনাদের কাছে পৌঁছে দেয়া হবে। অনুদানের মধ্যে দুই বান্ডিল ঢেউটিন, নগদ ৫ হাজার টাকা ও এক বস্তা চাউল রয়েছে।

তিনি বলেন, আলীকদমে নির্মিত ফায়ার সার্ভিস স্টেশনে অচিরেই জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে। জেলা প্রশাসক বলেন, আলীকদম একটি চমৎকার জায়গা। এখানকার সব জনগোষ্ঠী শান্তিতে-সম্প্রীতিতে বসবাস করছেন।

তিনি বলেন, উন্নয়নের জন্য শান্তি-সম্প্রীতি একান্ত প্রয়োজন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন