আরবী হিজরী নববর্ষকে স্বাগত জানিয়ে বান্দরবানে শোভাযাত্রা

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও বান্দরবান সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১৪৪০ হিজরী নববর্ষ উপলক্ষ্যে বান্দরবান সদর উপজেলা কার্যালয় প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় র‌্যালিটি বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে পুনরাই সদর উপজেলা হল রুম মিলনায়তনে এসে শেষ হয়। র‌্যালিতে বান্দরবান জেলা গাউছিয়া কমিটির ব্যানাওে গাউছিয়া কমিটির নেত্রীবৃন্দগন, মসজিদ ভিত্তিক গুশিক্ষার শিক্ষক-ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।

র‌্যালি শেষে সদর উপজেলা হল রুম মিলনায়তনে র‌্যালিত্তোর আলোচনা সভার আয়োজন করা হয়। বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সজিব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সরওয়ার, বান্দরবান জেলা যুবলীগের সভাপতি ও জেলা গাউছিয়া কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা আব্দুল আলিম, কেয়ারটেশার মাওলানা কাজী এম.এ মালেক, ইফা জেলা কার্যালয়ের হিসাব রক্ষক মো: মাহফুজ, মো: সাইমন, বিক্রয় সহকারী মো: আব্দুল হাই, মো: সেলিম, গণশিক্ষার শিক্ষক মাওলানা মোঃ তারেক,আব্দুল মান্নান,হাফেজ আনোয়ার,মোঃ বেলাল উদ্দীন প্রমুখ।

অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি জানির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির ফলে মানুষ ইসলাম ধর্মের সঠিক জ্ঞান আহরন করতে পারছে। তারই অংশ হিসেবে আজ ১৪৪০ হিজরী আরবী নববর্ষ উদ্যাপন করছে।

বঙ্গবন্ধুর চিন্তা ধারা অনেক সুধুর প্রশারী ছিল, তিনি প্রতিটি ধর্মের মানুষ স্বাধীন ভাবে এই দেশে তাদের ধর্ম পালন করতে পারে সেই ব্যবস্থা করে গেছেন, আসুন আমরা আমাদেও ইসলাম ধর্মেও রীতি-নীতি হকুম আহ্কাম মেনে চলি, উভয় জগনে শান্তি লাভ করি। পরে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন