parbattanews bangladesh

আন্তর্জাতিক নারী দিবসে বান্দরবনে আলোচনা সভা 

প্রেস বিজ্ঞপ্তি:

আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষে  পার্বত্য  চট্টগ্রাম  মহিলা সমিতি ও হিল উইমেন্স  ফেডারেশন বান্দরবান জেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(৮মার্চ)সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি  বান্দরবান  জেলা  কমিটির  সভাপতি শ্রী উছোমং মারমা, আরো উপস্থিত ছিলেন নবান্দরবান সদর থানা সভাপতি  শ্রী  উচসিং  মারমাসহ অন্যান্নরা।