parbattanews

অভিভাবক শেড উদ্বোধন করলেন ডিসি মামুন

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) একএম মামুনুর রশীদ একটি অভিভাবক শেডের উদ্ধোধন করেছেন।

সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তিনি এ শেডের উদ্বোধন করেন।

উদ্বোধকালে ডিসি মামুন বলেন, গত ১৪মার্চ রাঙামাটিতে বদলী হয়ে এসে কাঠালতলী স্কুল পরিদর্শনে আসি। এসময় স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের দাবি ছিলো এ স্কুলে একটি অভিভাবক শেড নির্মাণের। তাদের দাবির ভিত্তিতে এ শেড নির্মাণ করা হয়েছে।

অভিভাবকরা ডিসির কাছে দাবি তুলেন, এ স্কুলটি একটি ঐতিহ্যবাহী স্কুল। স্কুলটি অতীতে প্রাইমারী- হাই স্কুল ছিলো। তাই অতীতের ন্যায় স্কুলটিতে আবার যেন হাইস্কুল চালু করা যায় সে দাবি তুলে ধরেন। এছাড়া অভিভাবক শেডে ফ্যানের ব্যবস্থা এবং স্কুল সড়ক সংস্কার করার জন্য জোর দাবি জানান।

ডিসি সকলের দাবির কথা শুনেন এবং পর্যায়ক্রমে সকল দাবি পূরণ করা হবে আশ্বস্থ করেন। এসময় রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনী আক্তার, অত্র স্কুলের প্রধান শিক্ষক বদিউল আলমসহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ডিসি স্কুলের শ্রেণী কার্যক্রম পরিদর্শন করেন এবং স্কুলের সার্বিক পরিস্থিতির প্রশংসা করেন।

Exit mobile version